আড়াইহাজারে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আড়াইহাজার পৌরসভাধীন উপজেলা প্রশাসন ভবনের পাশে একটি সৌচাগারের ট্যাঙ্কের পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানা এসআই মজিবুর জানান, একদিন বয়সের নবজাতকের লাশটি কে বা কারা নির্জন স্থানে ফেলে রেখেছে।
তিনি আরও বলেন, লাশটি পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।