রাজধানীর হাইকোর্ট ক্রসিংয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুর্নীতির দুই মামলায় আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়াসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানা। তিনি এক বিবৃতিতে বলেন, পুলিশ ইচ্ছা করেই বিএনপি নেতাকর্মীদের উপর হামলা এবং গুলি চালিয়েছে। আমাদের উপর হামলা করে বেগম খালেদা জিয়ার পথকে রুদ্ধ করতে চাই। কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমরা সবসময় বেগম খালেদা জিয়ার সাথে আছি থাকবো।