নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম রিপন, মো. ফারুক আহম্মেদ রিপন, মো. মনোয়ার হোসেন শোখন, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাখাওয়াত ইসলাম রানা, যুবদলের সাবেক নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, মো. সরকার আলম, ইছাল উদ্দিন মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.টিপু খানঁসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা জানান, গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করেই এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। তাদের রক্তের বিনিময়েই দেশে স্বৈরাচার পতনের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেন তারা।
প্রতিনিধির নাম 









