সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব হাসান রিফাত। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জ্বিলানী হীরার নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নিয়ে চমক দেখিয়েছেন রিফাত। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হওয়ার প্রত্যাশী। রিফাত ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে দলীয় একটি সূত্র জানায়। তাই তাকে থানা ছাত্রদলের সভাপতি করা হলে দলটি আরও চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছেন ছাত্রদলের বহু নেতাকর্মী।