সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় নির্মিত মুক্তিযোদ্ধা চত্তরের স্মৃতি স্তম্ভটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতের আঁধারে স্মৃতি স্তম্ভটি ভেঙে ফেলা হয়। এতে এলাকার সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ।
স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া জানান, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারে স্মৃতি চারণের লক্ষ্যে পাইনাদী নতুন মহল্লা খালপাড় এলাকায় স্মৃতি-৭১ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সর্বসম্মতিক্রমে এ স্থানটির নামকরণ করেন মুক্তিযোদ্ধা চত্তর। যেসকল মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতি মুছে ফেলার জন্যই দুর্বৃত্তরা তা ভেঙ্গে ফেলেছে। যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই এমন কাজ করেছে দাবি করে তিনি তীব্র নিন্দা জানান ।