আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে বিএনপির নেতারা পুলিশের বিরোদ্ধে অভিযোগ করে বলেন তাদের শান্তিপূর্ন পদযাত্রায় পুলিশের গুলিতেই তিনি আহত হয়েছেন ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে ছিটা গুলি এসে লাগে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, বিএনপি নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। আমরা তাদের থামানোর চেষ্টা করলে তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি। পরে তাদের ছত্রভঙ্গ করে দিই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি

আপডেট সময় : ১০:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে বিএনপির নেতারা পুলিশের বিরোদ্ধে অভিযোগ করে বলেন তাদের শান্তিপূর্ন পদযাত্রায় পুলিশের গুলিতেই তিনি আহত হয়েছেন ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে ছিটা গুলি এসে লাগে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, বিএনপি নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। আমরা তাদের থামানোর চেষ্টা করলে তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি। পরে তাদের ছত্রভঙ্গ করে দিই।