নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার পৃথক অভিযান চালিয়ে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ ৬ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো ঢাকার আশুলিয়ার শাহিন ওরফে আজাদুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার আঙ্গুরা বেগম (৪৫), একই থানার রুহানা (৪৮), রিফাত (১৯), মোঃ কাজল (২৭) ও রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার মোঃ মিরাজ শেখ।
এ ঘটনায় আড়াইহাজার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে র্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) সম্্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার টাকা।
র্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) সম্্রাট তালুকদার গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।