রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা আইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
ডোমারচর যুবকল্যাণ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহিন আহাম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার)আসনের এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু।
আর ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শ্রী রবিন্দ্র চন্দ্র, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, প্রফেসর মফিজুল হক প্রমুখ। ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাকারীদের (যারা পলাতক রয়েছে) বিচার দাবী এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।