রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: যানজট যেন আড়াইহাজার বাজারের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পায়রা চত্তর থেকে ষ্টিল ব্রিজ পর্যন্ত প্রতিদিন যানজট। পাঁচ দশ মিনিট পর পরই তীব্র যানজটের শিকার হচ্ছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। পাঁচ মিনিটের এই টুকু রাস্তা পার হতে সময় লেগে যায় প্রায় এক ঘন্টা।
আড়াইহাজার বাজারে প্রবেশ করার জন্য তিনটি প্রধান পয়েন্ট রয়েছে। এ গুলো হচ্ছে আড়াইহাজার টু জাঙ্গালিয়া সড়কের আড়াইহাজার থানার মোড়, আড়াইহাজার টু বিশনন্দী সড়কের আড়াইহাজারে প্রবেশ পথ এবং ভুলতা টু আড়াইহাজার সড়কের কৃষ্ণপুরা চৌরাস্তার পায়রা চত্বর। এর মধ্যে আড়াইহাজার টু জাঙ্গালিয়া সড়কটি মেরামতের কাজ চলছে।
এ সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় ভাঙ্গা ও খানা খন্দের কারণে বেশির ভাগ যানবাহন এ সড়কের নৈকাহন থেকে দাবুরপুরা হয়ে দক্ষিণপাড়া সড়ক দিয়ে আড়াইহাজার টু বিশনন্দী সড়কে ঢুকে। অপর দিকে কিছু সংখ্যক যানবাহন ব্রাহ্মন্দী হয়ে নরসিংদী টু মদনগঞ্জ সড়ক দিয়ে পায়রা চত্বর হয়ে আড়াইহাজার বাজারে প্রবেশ করে। তা ছাড়া বাজারে বড় বড় যানবাহনের চেয়ে ছোট যানবাহন যেমন, রিকসা, অটোরিকসা, লেগুনা, সিএনজি এ সমস্ত গাড়িতে ভরপুর থাকে। আর মোটর বাইকের তো হিসেবই নেই। ফলে বাজারের মধ্যে সর্বদা যনজট লেগেই থাকছে।
যানজট নিরসনের লক্ষে আড়াইহাজার পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকজন লোক রাখা হয়েছে এবং ষ্টিল ব্রিজ, পায়রাচত্বর এবং বাজার এলাকায় কয়েকজন আনসার সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা যায়। কিন্তু কিছুতেই কুলিয়ে উঠতে পারছেন না তারা।
এ ব্যাপারে আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী বলেন, আসলে এলাকায় যানবাহন সংখ্যায় অনেক বেড়ে যাওয়ায় এবং ২-৩টি রাস্তা খারাপ হয়ে যাওয়ায় বাজারে যানবাহনের চাপ অনেকটা বেড়ে গেছে। যানবাহন নিরসনের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার প্রয়োজন তা করা হচ্ছে।