রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ
আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার সকল ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত ও কাঙ্গালী ভোজ করা হয়।
হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া প্রতিটি ওয়ার্ডে আয়োজিত এ সব অনুষ্ঠান ঘুরে ঘুরে দেখেন এবং কোথাও কোথাও অংশগ্রহন করেন।
আলী হোসেন ভূঁইয়া ৩ নম্বর ওয়ার্ডের কলাগাছিয়া স্কুল সংলগ্ন বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহন করা কালে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুলহক ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মোস্তফা মেম্বার, ৩ নং ওয়ার্ড সদস্য শাখাওয়াত হোসেন, ২ নং ওয়ার্ড সদস্ কামরুল ইসলাম, যুলীগ নেতা মজিবুর রহমান,আওয়ামীলগ নেতা কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ মতিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।