রফিক রানা,স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জের আড়াইহাজারে যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষন প্রাপ্ত ১৪জন বেকার যুবকের মধ্যে ঋনের টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অংকের টাকার এ চেক বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নারুল ইসলাম বাবু।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পান্না আক্তার, যুবউন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান,উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী,গোপালদী পৌর মেয়র আলহাজ্ব আঃ হালিম সিকদার, থানা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মোজাম্মেল হক জুয়েল প্রমুখ।