অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি আড়াইহাজার থানা প্রেসক্লাব জ্ঞাপন করেছেন। থানা প্রেসক্লাব সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক , বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মজিবুর রহমানের নেতৃত্বে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়।
আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের শাহজাহান কবির, অর্থ সম্পাদক ও দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দৈনিক দেশ পত্রিকার মোঃ জিয়াউর রহমান, দৈনিক ইনকিলাবের আলআমিন ভুইয়া, বিজয় টিভির মোস্তফা কামাল, আমাদের আড়াইহাজারের জাইদুল হক ও রাসেল মিয়া ও সোলায়মান হাসান প্রমুখ। পরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।