নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর থেকে ৬শ পিস ইয়াবাসহ নাজমুল (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাজারের নান্না বিরিয়ানী হাউজের সামনে থেকে তাকে গ্রফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্য্যালয়ের পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার পেন্টের দুই পকেট থেকে ৩ শ করে ৬শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল কুমিল্লা জেলার হোমনা থানার মিঠাই ভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে ভাড়া থাকে। তাকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।