স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানায় র্যাব।
আটকরা হলো- হক সাহেব (৪৩), মোঃ মুনছুর আহমেদ (৩০) ও মোঃ আবুল হাশেম (৪০)।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
যাত্রাবাড়ী থেকে ২০ কেজি গাঁজাসহ আটক-৩
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- ৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ