আড়াইহাজার( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
আড়াইহাজার উপজেলা কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল নেতা মোঃ সোহেল রানাকে সভাপতি, মোঃ শাহআলমকে সাধারণ সম্পাদক এবং শাহরিয়ার কবির রিজভী কে সাংগঠনিক সম্পাদক করে ৫৭ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহআলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহরিয়ার কবির রিজভী কে নির্বাচিত করায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোবারক হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমিটির সদস্যবৃন্দ সদস্য সচিব মোবারক হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি না থাকার কালিমা থেকে মুক্ত করতে সদস্য সচিব মোবারক হোসেন দিনরাত পরিশ্রম করে একটি সময়োপযোগী যোগ্য কমিটি গঠন করেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে গণতন্ত্র রক্ষায় প্রচেষ্টা চালিয়ে যাব।
নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা আজাদ এর প্রয়াত পিতা মোস্তাফিজুর রহমান এর কবর জিয়ারত করেন।
এর আগে ২৬ জানুয়ারি আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়ের রহমান জিকু ও সদস্য সচিব মোবারক হোসেন সাক্ষরিত ৫৭ সদস্যের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়।