মোঃ জিয়াউর রহমান : নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে সংসদ অধিবেশন শুরু হওয়ার পূর্বে নিয়মিতভাবে সংসদ সদস্যদের কোভিড টেস্ট করতে হয় তার অংশ হিসেবে তিনি ও গত শনিবার টেস্ট করিয়েছেন যার রিপোর্ট রবিবার পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
সাংসদ নজরুল ইসলাম বাবু তাঁর ভেরিফাইড পেইজে এক স্ট্যাটাসে লিখেন, সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা টেস্ট করালে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং ঘরে অবস্থান করার আহ্বান জানান।
তাঁর সহধর্মিণী ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, সাংসদ নজরুল ইসলাম বাবু করোনা পজেটিভ হওয়ায় তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন। তাঁর দ্রুত সুস্থতায় সবাইকে দোয়া করার অনুরোধ করেন। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।