আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
আড়াইহাজারে নুরননাহার (৭৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছে। শুক্রবার রাত ১০টায় উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুরননাহার ওই গ্রামের মৃত মোবারকের স্ত্রী ও ব্যবসায়ী কবির হোসেনে মা। পুলিশ ওই রাত ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন শনিবার ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ জানায়, উপজেলার ছোট বিনাইরচর গ্রামের নিহত মহিলা নুরুননাহারের ২টি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি ভাড়া দেওয়া আছে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়। তার গলায় ছুরি দিয়ে ২টি আঘাত করা হয়েছে। তাছাড়া ও তার হাতেও একটি আঘাতের চিন্হ রয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, মহিলার ঘরে ঢুকে কেবা কারা হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কেবা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তার রহস্য উৎঘাটনের চেস্টা চলছে।