শোক বার্তা
দেশের প্রবীন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত জানান, প্রবীন খ্যাতিমান এই সাংবাদিক নেতা অবিবক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি ইংরেজি পত্রিকা ফিনান্সসিয়াল হেরাল্ড এর সম্পাদক ছিলেন। প্রবীন এই সাংবাদিক নেতা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে রাজধানির ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার দুপুরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দেশের সাংবাদিক সমাজে এই সাংবাদিক নেতার শূন্যতা অপূরনীয়।
শওকত আলী সৈকত:
সাধারণ সম্পাদক
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন