আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী বড় বিনারচর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ককটেলগুলো উদ্ধার করা হয়।
খাদেম চান শরীফ জানান, সকালে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পাই। পলিথিন খুলে পরে দেখি ভেতরে বোমা সদৃশ্য বস্তু। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থান ঘিরে রাখে এবং বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কবরস্থানে বোমা পাওয়া গেছে। তখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ওই স্থান ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছয়টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে।