আড়াইহাজার প্রতিনিধি :
সোমবার আড়াইহাজার উপজেলার পাবলিক লাইব্রেরীতে সরি ভাই শর্ট ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন,আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন,সাবেক ভিপি শরীফ প্রমুখ।শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেন মাহবুব হাসান।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাকিব আহমেদ,রিফাত হোসেন শুভ,মাহবুব হাসান, শরিফুল -বারি, জাবের হোসেন, মোরশেদ আবিদ,সিয়াম মোল্লা, সাজিদ ও ফারহান।
এর আগে কেক কেটে প্রিমিয়ার শো এর উদ্বোধন করেন নজরুল ইসলাম বাবু এমপি।এটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল একুশে মাল্টিমিডিয়া।