আড়াইহাজার( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২৯ বোতল বিদেশী বিয়ার সহ জাহাঙ্গীর (৩৫) নামক ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা দক্ষিন পাড়া গ্রামের বেনু মিয়ার পুত্র।
থানা পুলিশের এস আই শামীম আল মামুন ও এ এস আই মোমেন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ জাহাঙ্গীরের বাড়ীতে তল্লাশি চালিয়ে ৫টি কার্টুনে ভর্তি ১২৯ ক্যান বিয়ার সহ তাকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিদেশী বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।