সোহেল চৌধুরী রানা, সাপাহার, নওগাঁ:
সরকারি ভাবে জারিকৃত বিধি-নিষেধের অষ্টম দিনেও স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসন। অভিযানে সহযোগিতায় করেন সেনাবাহিনী টিম, বিজিবি টিম ও আনসার সদস্যরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্ট ও দিঘির হাট বাজারে বিজিবি টিম ও অানসার সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এসময় বিধি-নিষেধ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি পালনে অবহেলার কারনে মোবাইল কোর্টে কয়েকজন ব্যক্তিকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এছাড়াও কর্মহীন কয়েকটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী টিমের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।