মোঃ জিয়াউর রহমান:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রম্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজারে আগুন লাগিয়ে পুড়িয়ে ও গুড়িয়ে দিয়েছে গ্রামবাসী।
শুক্রবার (২৫ জুন) বিকেলে উপজেলার ব্রম্মপুত্র নদ সংলগ্ন কয়েকটি গ্রামের কয়েকশ জনতা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।
এর আগে স্থানীয় প্রভাবশালী মহল এসব ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। প্রভাবশালী মহলের ভয়ে এতদিন কিছু না বললেও শুক্রবার গ্রামবাসীরা একত্রিত হয়ে এ ঘটনা ঘটায়।
জানা যায়, উপজেলার প্রভাকরদী, ব্রাহ্মণদী ব্রম্মপুত্র নদ এলাকায় এ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে প্রভাকরদী গ্রাম, মনোহরদী, বালিয়াপাড়া বাজারসহ কয়েকটি গ্রামের নদীর পাড় হুমকির মুখে পড়ে। এতেই ক্ষুব্দ হয়ে উত্তেজিত জনতা হামলা চালিয়ে আগুন দিয়ে ড্রেজারগুলো পুড়িয়ে দেয়।
খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এবং আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।