মোঃ জিয়াউর রহমান:
মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার আড়াইহাজার উপজেলার মানুুষকে সচেতনা করার লক্ষ্যে লোকগান, নাটিকা বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারমূলক কাজ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা এই কর্মসূচীর উদ্ধোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন, ডাঃ চেমন আরা, ডাঃ গোলাম মোস্তফা প্রিন্স ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন ৪ র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুস্টি সেক্টর। ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, কোভিড ১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারীর ভয়াবহ রুপ ধারণ করেছে। তার প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।