বিশেষ প্রতিনিধি :
কৃষক ও খামারীদের উৎসাহিত করার জন্য এবং নিরাপদ পুষ্টি সাধনের জন্য আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এক দিনের প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৬টা পর্যন্ত উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২০ টি ষ্টল অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউসার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, নিরাপদ পুষ্টি সাধনের ক্ষেত্রে উৎপাদন বাড়ানো কোন বিকল্প নেই। কৃষি, যুব, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় প্রণোদনা দিয়ে নারী পুরষদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করছেন। দেশ আগামীতে বিদেশে মাংস রপ্তানী করতে যাচ্ছে। এসময় তিনি আড়াইহাজারে প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউট করার কথা বলেন।