মোঃ জিয়াউর রহমান:
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ডাকাতের কবলের পড়েছেন। রোববার রাত সাড়ে ১১টায় আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের দাবুর পুড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
সাংবাদিক মজিবুর রহমান জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে রাত সাড়ে ১১টায় আড়াইহাজার থেকে অটো দিয়ে পাচাঁনী যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। এই সময় ৮/১০ জনের ডাকাতদল অটো গতিরোধ করে তার অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩১শ টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদল তার সাথে থাকা আরো ৫ জন যাত্রীর নিকট থেকে নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুটে নেয়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মজিবুর রহমান দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আড়াইহাজার প্রতিনিধি। এই ঘটনায় নিন্দা জানিয়ে আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ডাকাত গ্রেফতারের জন্য পুলিশের নিকট দাবী জানান।