মোঃ জিয়াউর রহমান : আড়াইহাজার বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক এর সাংবাদিক ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে জনগণকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আড়াইহাজারবাসী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে করোনা মহামারী পরিস্থিতিতে ঈদের আনন্দ উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জন তার মহা পুরষ্কার হচ্ছে মুসলমানদের ঈদুল ফিতর। মুসলমানদের জন্য মহা আনন্দের দিন এটি। কিন্তু বিশ্বব্যাপী কোভিড-১৯ এর মহামারী পরিস্থিতিতে এই আনন্দ উপভোগ কিছুটা ম্লান হয়ে যাবে জানি। তারপরও সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র পরিবার দের সাথে নিয়ে আসুন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। মহান আল্লাহ আমাদের সহ বিশ্ববাসীকে করোনা নামক অভিশাপ থেকে মুক্ত করুন এই কামনা করছি।
আমি আবারও আড়াইহাজার সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।সবাই ভালো থাকুন, ভালো রাখুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন- আমিন।