বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও আলোর পথযাত্রী পাঠাগারের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ নজরুল ইসলাম বাবুর নির্দেশনায় ২০০ পরিবারকে ঈদ উপহার দিল আলোর পথযাত্রী পাঠাগার। গত মঙ্গলবার (১১মে ) আলোর পথযাত্রী পাঠাগারে এবং আজ বুধবার (১২ মে ) অসহায়দের বাড়িতে এসব ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
এ কাজে সহযোগিতা করার জন্য পাঠাগারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রূপালী ব্যাংকের সম্মানিত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত খান , দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাইল চৌধুরী, মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল, দুবাই প্লাজার স্বত্বাধিকারী আজাদ খান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আলোর পথযাত্রী পাঠাগারের প্রতিষ্ঠাতা সফুরউদ্দিন প্রভাত।