বিশেষ প্রতিনিধি : সংকটকালে দরিদ্রদের পাশে থাকার জন্য ধনীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু৷ তিনি বলেন, করোনা মহামারির এই দুঃসময়ে সামর্থবান সকলে দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না৷আপনার যেটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান৷ তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন৷
মঙ্গলবার আড়াইহাজার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, যে কোন দৈব দুর্বিপাকে ছাত্রলীগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনা মহামারির এই সংকটকালে ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারায় অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। উপজেলা ছাত্রলীগ আড়াইহাজার উপজেলা অসহায়, কর্মহীন ও দরিদ্রপীড়িত প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পৌছে দিয়েছে। এজন্য ছাত্রলীগকে তিনি ধন্যবাদ জানান।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজীবুল ইসলাম জুয়েল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন