নারায়ণগঞ্জ ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ আহত-৮ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে শামিম ঢালীর চাঁদাবাজি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু মহানগর বিএনপি সদস্য সচিবের মামলায় ৫৩ জনের নামে, অজ্ঞাত ১৫০ নারায়ণগঞ্জ জেলায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা না করায় অবৈধ ঘোষণা বাংলাদেশের গার্মেন্ট শিল্প সরিয়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে- বিকেএমইএর সভাপতি নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রিয়াদে আজ এনটিভির ২২তম জন্ম উৎসবের আয়োজন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি হামলা শিকার মুক্তিযোদ্ধা চত্তরের স্মৃতি স্তম্ভ ভেঙে ফেলায় ক্ষোভ

প্রয়াত সাংবা‌দিক অ‌নি‌কের প‌রিবা‌রের জন‌্য সি‌টি প্রেসক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টা

সংবাদ বিজ্ঞপ্তি : না ফিরার দে‌শে চ‌লে যাওয়া সাংবা‌দিক মঞ্জুর আহমেদ অনিক এর পরিবারকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাড়ালো মাঠ পর্যা‌য়ে সাংবা‌দিক‌দের প্রা‌ণের সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। ১০ই মে সোমবার দুপুরে সংগঠন‌টির সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকনের নেতৃত্বে অনিকের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে ওই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় অনিকের ছোট ছোট ছেলে, ছোট ভাই, পরিবারের সকল ব্যাক্তির খোজ খবর নেন এবং সাংবাদিক অনিকের পরিবারের জন্য যেকোন সহযোগীতার কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠন‌টির সাধারণ সম্পাদক লিংকন বলেন, পেশাগত দিক থেকে দায়িত্ব ও সহকর্মীর প্রতি ভালবাসায় আজ আমরা তাঁর প‌রিবা‌রের খোঁজ খবর নিলাম। এছাড়াও সল্প প‌রি‌সরে কিছু করার প্রত‌্যয়ে নগদ অর্থ সহায়তা দি‌য়ে প‌রিবার ও ছোট সন্তান‌দের পা‌শে থাকার চেষ্টা করলাম। কারণ সাংবাদিক অ‌নিকের অকাল মৃত‌্যুতে সাংবা‌দিক হি‌সে‌বে আমা‌দের পেশার সহকর্মী‌দের মূল‌্যায়ন নি‌জেরা না কর‌লে অন‌্যদের কাছ থে‌কে আশা করাও মানায় না।

তিনি আরো বলেন, উপার্জনক্ষমী ব‌্যা‌ক্তি‌টি আজ নেই, এখন হয়‌তো আমরা যা‌চ্ছি, খোঁজ কবর নিচ্ছি। জা‌নিনা তার পরিবারের আগামী ভ‌বিষ‌্যৎ কি হ‌বে। তারপ‌রেও চেষ্টা করা। তাই আসুন নিজেরা অ‌নিক ভাই সহ, ফটো সাংবাদিক নয়ন ভাই, না‌দিম ভাই আ‌রো অ‌নেক‌কে আমরা অকাল মৃত্যু‌তে ঢ‌লে পড়তে দে‌খে‌ছি। আসুন তাদের জন‌্য যে যেভা‌বে পা‌রি যেন পা‌শে থা‌কি। কারণ এমন এক পেশা, যে পেশায় সেবাই আমাদের মূল মন্ত্র, নিরাপত্তা বা অর্থ আমাদের কাছ থে‌কে অ‌নেক দূরে। একজন সাংবা‌দিক সক‌লের বিপ‌দে পা‌শে থাক‌লেও সাংবা‌দি‌কের বিপ‌দে কাউ‌কে পা‌শে পাওয়া ক‌ঠিন। হুম হয়‌তো যারা এ পেশা‌কে ঢালভা‌বে ব‌্যবহার কর‌ছে, তারা লাভবান। এই রমজান মা‌সে আল্লাহ যেন সকল সাংবা‌দিক ভাই‌দের হেদা‌য়েত দান ক‌রেন, সুস্থতা দান ক‌রেন এবং প্রয়াত সাংবা‌দিক‌দের জান্নাতুল ফেরদাউস দান ক‌রেন, এ কামনা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, কার্যকরি সদস্য ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, এর আগে ভারতের ত্রিপুরার বহুল প্রচারিত দৈনিক আজকের ফরিয়াদ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর আহমেদ অনিক ৭ই মে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৮ই মে শনিবার সকাল ১১টায় পাঠানটুলী ভোকেশনাল ইনষ্ট্রিটিউট মাঠ প্রাঙ্গণে সাংবাদিক অনিকের এর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জানাযা শেষে পাঠানটুলী পৌর কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ আহত-৮

প্রয়াত সাংবা‌দিক অ‌নি‌কের প‌রিবা‌রের জন‌্য সি‌টি প্রেসক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টা

আপডেট সময় : ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

সংবাদ বিজ্ঞপ্তি : না ফিরার দে‌শে চ‌লে যাওয়া সাংবা‌দিক মঞ্জুর আহমেদ অনিক এর পরিবারকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাড়ালো মাঠ পর্যা‌য়ে সাংবা‌দিক‌দের প্রা‌ণের সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। ১০ই মে সোমবার দুপুরে সংগঠন‌টির সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকনের নেতৃত্বে অনিকের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে ওই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় অনিকের ছোট ছোট ছেলে, ছোট ভাই, পরিবারের সকল ব্যাক্তির খোজ খবর নেন এবং সাংবাদিক অনিকের পরিবারের জন্য যেকোন সহযোগীতার কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠন‌টির সাধারণ সম্পাদক লিংকন বলেন, পেশাগত দিক থেকে দায়িত্ব ও সহকর্মীর প্রতি ভালবাসায় আজ আমরা তাঁর প‌রিবা‌রের খোঁজ খবর নিলাম। এছাড়াও সল্প প‌রি‌সরে কিছু করার প্রত‌্যয়ে নগদ অর্থ সহায়তা দি‌য়ে প‌রিবার ও ছোট সন্তান‌দের পা‌শে থাকার চেষ্টা করলাম। কারণ সাংবাদিক অ‌নিকের অকাল মৃত‌্যুতে সাংবা‌দিক হি‌সে‌বে আমা‌দের পেশার সহকর্মী‌দের মূল‌্যায়ন নি‌জেরা না কর‌লে অন‌্যদের কাছ থে‌কে আশা করাও মানায় না।

তিনি আরো বলেন, উপার্জনক্ষমী ব‌্যা‌ক্তি‌টি আজ নেই, এখন হয়‌তো আমরা যা‌চ্ছি, খোঁজ কবর নিচ্ছি। জা‌নিনা তার পরিবারের আগামী ভ‌বিষ‌্যৎ কি হ‌বে। তারপ‌রেও চেষ্টা করা। তাই আসুন নিজেরা অ‌নিক ভাই সহ, ফটো সাংবাদিক নয়ন ভাই, না‌দিম ভাই আ‌রো অ‌নেক‌কে আমরা অকাল মৃত্যু‌তে ঢ‌লে পড়তে দে‌খে‌ছি। আসুন তাদের জন‌্য যে যেভা‌বে পা‌রি যেন পা‌শে থা‌কি। কারণ এমন এক পেশা, যে পেশায় সেবাই আমাদের মূল মন্ত্র, নিরাপত্তা বা অর্থ আমাদের কাছ থে‌কে অ‌নেক দূরে। একজন সাংবা‌দিক সক‌লের বিপ‌দে পা‌শে থাক‌লেও সাংবা‌দি‌কের বিপ‌দে কাউ‌কে পা‌শে পাওয়া ক‌ঠিন। হুম হয়‌তো যারা এ পেশা‌কে ঢালভা‌বে ব‌্যবহার কর‌ছে, তারা লাভবান। এই রমজান মা‌সে আল্লাহ যেন সকল সাংবা‌দিক ভাই‌দের হেদা‌য়েত দান ক‌রেন, সুস্থতা দান ক‌রেন এবং প্রয়াত সাংবা‌দিক‌দের জান্নাতুল ফেরদাউস দান ক‌রেন, এ কামনা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, কার্যকরি সদস্য ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, এর আগে ভারতের ত্রিপুরার বহুল প্রচারিত দৈনিক আজকের ফরিয়াদ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর আহমেদ অনিক ৭ই মে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৮ই মে শনিবার সকাল ১১টায় পাঠানটুলী ভোকেশনাল ইনষ্ট্রিটিউট মাঠ প্রাঙ্গণে সাংবাদিক অনিকের এর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জানাযা শেষে পাঠানটুলী পৌর কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।