বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে মুজিব শতবর্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সমলয়ের আওতায় ১৫০ বিঘা জমির বীজতলা, রোপন এবং কর্তন একসাথে করা হয়। ১৫০ বিঘা জমির বীজতলা ট্রের সাহায্যে এবং পুরো জমির রোপন কার্যক্রম রাইস ট্রান্সপ্লান্টার এর সাহায্যে করা হয়। কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ১৫০ বিঘা জমির ধান একসাথে কর্তন করার উৎসব উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইসহাক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদা মোশাররফ এবং অন্যান্য সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার কৃষক কৃষাণীগণ।