বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ – ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের আগে সবাই অজু করে পাক-পবিত্র হয় এবং নামাজের মধ্যে ওঠা-বসার মাধ্যমে শারীরিক পরিশ্রম হয়ে থাকে।
এতে মুসল্লিদের দেহ সতেজ ও সবল হয় এবং মন প্রফুল্ল থাকে। কোনো কাজ করতে গেলে অলসতা আসে না। ফলে নামাজি ব্যক্তি উপার্জনক্ষম হয়। এসো নামায পড়ি কর্মসূচীর মাধ্যমে ৪৫ দিন যারা পাঁচ ওয়াক্ত নামায পড়েছে তাদেরকে সাইকেল পুরস্কৃত করেছে মিথিলা গ্রুপ। তাদের এই কর্মসূচী সফল বাস্তবায়ন ১২০ জন নামাযী তৈরি করার মাধ্যমে অন্যরা উদ্ধুদ্ধ হবে।
রোববার দেশের শীর্ষস্থানীয় রপ্তানীমূখী প্রতিষ্ঠান মিথিলা গ্রুপ উদ্যোগে আড়াইহাজার উপজেলার খানপাড়া এলাকায় হত দরিদ্রদের মাঝে ৪টি অটো রিক্সাসহ ১২৪ টি বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ এসব কথা বলেন।
মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ্ইূয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসমাইল চৌধুরী, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, টায়েস খান প্রমুখ।
পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে রোযাদাররা অংশগ্রহণ করেন।