ফরহাদ পাঠান : আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁয়ে ৬ (ছয়) বছরের শিশু ফুটবল নিয়ে খেলতে গিয়ে বাড়ির পিছনে পুকুরে পড়ে মৃত্যুবরন করে। মৃত শিশুটি নোয়াগাঁও গ্রামের নাঈম মোল্লার ছেলে নুহাশ মোল্লা।
স্হানীয়রা জানিয়েছেন – খেলার ছলে ফুটবলের পিছনে তাঁড়া করে তারপর ফুটবলটি পানির নিকট চলে আসলে ফুটবল রক্ষার জন্য সে পানিতে পড়ে যায়। আজ সোমবার দুপুর ১২ টার দিকে বাড়ির পিছনে পুকুরে পড়ে এ ঘটনা ঘটে। স্হানীয় যুবকদের সহযোগীতায় বেহুশ অবস্হায় পানি হতে নুহাশ কে উদ্ধার করা হয়।তারপর নরসিংদী জেলার মাধবদী প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করে।মৃত নুহাশ পাঁচবাড়িয়া দারুল ইহসান মাদ্রাসার ছাত্র।