বিশেষ প্রতিনিধি : আগামী এক বছরের মধ্যে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানে সচেতন করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, কিশোর-কিশোরীরা বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়। এসময় সবচেয়ে বেশি দায়িত্ব শিক্ষকদের। তারপর অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। আজকের কিশোর-কিশোরীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ জাতি গঠনের কাজকে আরও বেগবান করবে। আমরা সবাই মিলে যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলেই সমাজ বদলে যাবে।
সোমবার দুপুরে আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার বা বয়ঃসন্ধিকালীন পরামর্শ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারে শিক্ষার্থীদের মাঝে মাদকসেবী নেই। তবে উঠতি বিভিন্ন মিলকারখানার কিছু কিছু শ্রমিকরা মাদকে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে ভূমিকা রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনার পাশাপাশি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রত্যেক বাবা মার উচিত দিনে অন্তত একবার ছেলে মেয়ের সঙ্গে খাবার খাওয়া এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া জন্য সময় বের করা উচিত। তাহলেই কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে বিপদগামী হওয়া সম্ভনা থাকে না।
জেলা প্রশাসক আরও বলেন, আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানে অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে।
পাশাপাশি কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও পরামর্শ, কাউন্সিলিং, প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হবে। এই সেবা পর্যায়ক্রমে উপজেলা সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে পৌছে দেয়া হবে।
এর আগে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন সমস্যা অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার বা বয়ঃসন্ধিকালীন পরামর্শ কেন্দ্র উদ্বোধন উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অতিথিবৃন্দ অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে তাদের মূল্যবান পরামর্শ দেন। উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গনে ফলজ গাছের তারা চারা রোপন করেন।
স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপ-সচিব) মনিরুজ্জামান বকাউলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএনও সোহাগ হোসেন, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মেয়র সুন্দর আলী, এসিল্যান্ড উজ্জল হোসেন প্রমুখ।