বিশেষ প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার (২০ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, অত্যান্ত অমায়িক ও ধীচিন্তার ব্যাক্তি ছিলেন রুহল আলম চৌধুরী।
তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও এ কারের প্রথম পরিচালক রুহুল আলম চৌধুরী তার কর্মজীবনে ও রাজনৈতিক জীবনে অত্যান্ত সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
নেতৃদ্বয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন, তিনি যেন তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করেন।