নারায়ণগঞ্জ ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

আড়াইহাজারে  চালককে খুন করে অটো ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :  আড়াইহাজারে সবুজ নামের এক অটো  চালককে খুন করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  সবুজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে । সােমবার রাতে উপজেলার তিলচন্দী এলাকায় এ খুন এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

নিহতের স্বজনরা জানায় সােমবার রাত ৮ টার দিকে তার সাথে শেষ কথা হয় । রাতে সবুজ বাড়িতে না ফিরে গেলে রাত ১০ টার দিকে তাকে ফোন করলে সে আর ফোন রিসিভ করেনা । অনেক খােজাঁখুজির পর তাকে না পেয়ে এলাকার লােকজন ভােরে আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়কের তিলচন্দী এলাকায় পাকা রাস্তার ধারে হাত , পা এবং মুখ বাধা অবস্থায় সবুজের লাশ দেখতে পান ।

পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে সকালে থানার ওসি মােঃ নজরুল ইসলাম এবং আনিচুর রহমান ( ওসি তদন্ত ) ঘটনাস্থল পরিদর্শন করেন । পুলিশ ভােরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন ।

পুলিশের প্রাথমিক ধারনা সবুজকে হাত , পা , মুখ বেধে শাস্বরােধ্য এবং আঘাত করে খুন করে তার অটো – গাড়িটি ছিনতাই করেছে ।

আড়াইহাজার থানার ওসি মােঃ নজরুল ইসলাম জানান , এ ব্যপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে । পুলিশ খুনের রহস্য উদঘাঠনে কাজ করছে ।ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আড়াইহাজারে  চালককে খুন করে অটো ছিনতাই

আপডেট সময় : ০৭:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

আড়াইহাজার প্রতিনিধি :  আড়াইহাজারে সবুজ নামের এক অটো  চালককে খুন করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  সবুজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে । সােমবার রাতে উপজেলার তিলচন্দী এলাকায় এ খুন এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

নিহতের স্বজনরা জানায় সােমবার রাত ৮ টার দিকে তার সাথে শেষ কথা হয় । রাতে সবুজ বাড়িতে না ফিরে গেলে রাত ১০ টার দিকে তাকে ফোন করলে সে আর ফোন রিসিভ করেনা । অনেক খােজাঁখুজির পর তাকে না পেয়ে এলাকার লােকজন ভােরে আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়কের তিলচন্দী এলাকায় পাকা রাস্তার ধারে হাত , পা এবং মুখ বাধা অবস্থায় সবুজের লাশ দেখতে পান ।

পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে সকালে থানার ওসি মােঃ নজরুল ইসলাম এবং আনিচুর রহমান ( ওসি তদন্ত ) ঘটনাস্থল পরিদর্শন করেন । পুলিশ ভােরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন ।

পুলিশের প্রাথমিক ধারনা সবুজকে হাত , পা , মুখ বেধে শাস্বরােধ্য এবং আঘাত করে খুন করে তার অটো – গাড়িটি ছিনতাই করেছে ।

আড়াইহাজার থানার ওসি মােঃ নজরুল ইসলাম জানান , এ ব্যপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে । পুলিশ খুনের রহস্য উদঘাঠনে কাজ করছে ।ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।