সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার(১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দোয় মাহফিলের মধ্য দিয়ে চিটাগাংরোড ফজর আলী গার্ডেন সিটির প্রথম তলায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
করতোয়া গ্রুপের চেয়ারম্যান মোজাম্মেল হক লালুর বড় মেয়ে নাসরিন হায়দার লিমা ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এসময় করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা, ফজর আলী গার্ডেন সিটির ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠনটি সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তাবৃন্দ।