নারায়ণগঞ্জ ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ত্রের লাইসেন্সের আবেদন না করেও অপপ্রচারের শিকার মহিউদ্দিন মোল্লা ! সাংবাদিক শাওনের বাবা ফিরোজ আহমেদ আর নেই রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রিয়াদে প্রিমিয়াম ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত জুন মাসের ১৭ তারিখ কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রিয়াদে নোভ আল আম্মার ইষ্টাবলিস্ট এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রিয়াদে জয়নাল আবেদীন ফারুক রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা ফতুল্লা থানায় অভিযোগ করেও সাবেক সেনা পরিবার, পাশে পায়নি পুলিশ

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বানিজ্যিক স্কুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিতরে বানিজ্যিক স্কুল গড়ে তোলার অভিযোগ উঠেছে। বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা বন্ধ করার দাবিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে এ অভিযোগ দাখিল করেন সালাম নামের এক ব্যক্তি। এর আগে সোনারগাঁ উপজেলার নিবার্হী কর্মকর্তার কার্যালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের বরাবরে অভিযোগ জমা দেন তিনি। লিখিত অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার পূর্ব সাহাপুর কাঠপট্টি এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এটি জাতির শ্রেষ্ট সন্তানদের বসার স্থান। কিন্তু সেই ভবনটিতে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা একটি কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছে। যা উপজেলা প্রশাসনও জানে না। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে। মুক্তিযোদ্ধারা জানান, সরকারি অর্থায়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে অবস্থানসহ নিজেদের নানা কর্মকান্ড চালিয়ে যাবেন মুক্তিযোদ্ধারা। অথচ সেই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি স্কুল বানানো হয়েছে। চলতি বছর থেকে এটি চলার কথা। স্কুলটির পাঠদানের অনুমতিও নেই। শুরুর দিকে অনেকে না করলেও যারা এটি বানিয়েছে তারা কারো কথা শুনেনি। স্কুলটি অন্যত্র সরিয়ে নেয়া না হলে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে জানাবেন বলে জানান। বিষয়টি নিয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগম জানান, আমরা সাময়িকভাবে এখানে স্কুলটি রেখেছি, পরবর্তীতে অন্যত্র সরিয়ে নেয়া হবে। বিষয়টি নিয়ে কথা হলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী জানান, এটি ঠিক নয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ব্যক্তিগত স্কুল বানিয়ে ব্যবসা করা ঠিক নয়। এটি দেখার দায়িত্ব প্রশাসনের। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ভবনে স্কুল বাণিজ্য চলতে পারে না। কিন্ডার গার্টেন স্কুল পরিচালনার বিষয়ে অভিযোগ পেয়েছি। সরকারি প্রতিষ্ঠান কারও ব্যক্তি মালিকানা নয়, ইচ্ছে করলেই যে কেউ কিছু করতে পারে না। বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিন কুমার দাস জানান, সরকারি প্রতিষ্ঠানে কেউ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অস্ত্রের লাইসেন্সের আবেদন না করেও অপপ্রচারের শিকার মহিউদ্দিন মোল্লা !

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বানিজ্যিক স্কুল

আপডেট সময় : ০৯:৩৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিতরে বানিজ্যিক স্কুল গড়ে তোলার অভিযোগ উঠেছে। বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা বন্ধ করার দাবিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে এ অভিযোগ দাখিল করেন সালাম নামের এক ব্যক্তি। এর আগে সোনারগাঁ উপজেলার নিবার্হী কর্মকর্তার কার্যালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের বরাবরে অভিযোগ জমা দেন তিনি। লিখিত অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার পূর্ব সাহাপুর কাঠপট্টি এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এটি জাতির শ্রেষ্ট সন্তানদের বসার স্থান। কিন্তু সেই ভবনটিতে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা একটি কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছে। যা উপজেলা প্রশাসনও জানে না। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে। মুক্তিযোদ্ধারা জানান, সরকারি অর্থায়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে অবস্থানসহ নিজেদের নানা কর্মকান্ড চালিয়ে যাবেন মুক্তিযোদ্ধারা। অথচ সেই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি স্কুল বানানো হয়েছে। চলতি বছর থেকে এটি চলার কথা। স্কুলটির পাঠদানের অনুমতিও নেই। শুরুর দিকে অনেকে না করলেও যারা এটি বানিয়েছে তারা কারো কথা শুনেনি। স্কুলটি অন্যত্র সরিয়ে নেয়া না হলে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে জানাবেন বলে জানান। বিষয়টি নিয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগম জানান, আমরা সাময়িকভাবে এখানে স্কুলটি রেখেছি, পরবর্তীতে অন্যত্র সরিয়ে নেয়া হবে। বিষয়টি নিয়ে কথা হলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী জানান, এটি ঠিক নয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ব্যক্তিগত স্কুল বানিয়ে ব্যবসা করা ঠিক নয়। এটি দেখার দায়িত্ব প্রশাসনের। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ভবনে স্কুল বাণিজ্য চলতে পারে না। কিন্ডার গার্টেন স্কুল পরিচালনার বিষয়ে অভিযোগ পেয়েছি। সরকারি প্রতিষ্ঠান কারও ব্যক্তি মালিকানা নয়, ইচ্ছে করলেই যে কেউ কিছু করতে পারে না। বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিন কুমার দাস জানান, সরকারি প্রতিষ্ঠানে কেউ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।