নারায়ণগঞ্জ ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ আ’ লীগের গর্বের দুর্গের দুর্বলতা স্পষ্ট রিয়াদে প্রবাসী লেখকের ১০ম বইয়ের মোড়ক উন্মোচন সোনারগাঁয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে মহাসড়ক অবরোধ পাইনাদী নতুন মহল্লা সমাজকল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের মহাসড়ক যেন ময়লার ভাগাড়,দূষিত পরিবেশে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের অর্থ আত্নসাত করেও অপপ্রচারে লিপ্ত জামান সোনারগাঁ জামপুরে খোকার সন্ত্রাসী হামলায় দলিল লেখক রতন আহত র্যাবের হাতে চাদাঁবাজির টাকাসহ ৬ চাদাঁবাজ গ্রেফতার

সার্বক্ষণিক পুলিশের পাশে থেকে সার্বিক সহায়তা করতে চাই : এমপি নজরুল ইসলাম বাবু 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   নারায়নগঞ্জে গতকাল সােমবার ( ১ মার্চ ) পুলিশ মেমােরিয়াল ডে ২০২১ – তে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্বরণে আলােচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে  বিশেষ অতিথি  হিসেবে  ছিলেন নারায়ণগঞ্জ -২(আড়াইহাজার)   আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথির বক্তব্যে  সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, আমরা সব সময় চাই পুলিশের সাথে থাকতে । নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে দেখেছি তার মধ্যে মানবতার একটা বিষেশ চিহ্ন আছে । এর আগে আমি একটি অনুষ্ঠানে এসেছিলাম সেখানে পুলিশ সুপার একটি কনস্টেবলের নামে লাইব্রেরী উদ্ভোদন করেছিলাে , এটা খুবই মহান একটি কাজ , জাতি গঠনে এটি একটি অনন্য উদাহরণ ।

কিছু কাজ সারা জীবন কাজে লাগে , কিছু কাজ সাময়িক সময়ের জন্য কাজে লাগে , আর কিছু কাজ শুধুই ঘৃণা দিয়ে যায় । আমরা চাই এই খারাপ কাজ গুলাে বাদ দিয়ে , জাতির পিতার আদর্শকে সূচিত করে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা সার্বক্ষণিক পুলিশের পাশে থাকবাে তাদের যেকোনাে কাজে হাত বাড়িয়ে দিবাে । আমার ক্ষমতার বাইরে গিয়েও পুলিশকে সার্বিক সহায়তা করতে চাই ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মােহাম্মদ জায়েদুল আলম পিপিএম ( বার ) । অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় নারায়ণগঞ্জ -১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গােলাম দস্তগীর গাজী ( বীরপ্রতীক ) কে । নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মােস্তাইন বিল্লাহ , জেলা সিভিল সার্জন ডা . মােহাম্মদ ইমতিয়াজ , পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান মাে . আনােয়ার হােসেন ।

অনুষ্ঠানে এমপি বাবু  বলেন , দীর্ঘদিন রাজপথে আন্দোলন , সংগ্রাম করেছি , অনেক পুলিশ আমাকে সহযােগিতা করেছে , হয়তাে পােষাকের কারনে বলতে পারে না অনেকে । আসলে আমি আনন্দ পাই এমপি হিসেবে ।কারণ আমি যখন দেখি আমাদের এসপি বঙ্গবন্ধু আদর্শকে লালন করে নিজের মেধা দিয়ে বিসিএস দিয়ে আজ এসপি হয়েছেন তখন বুক ভরে যায় । আসলে যে কমিটমেন্ট রক্ষা করতে পারবে সেই এই দেশকে রক্ষা করতে পারবে , দেশের মঙ্গল কামনা করতে পারে ।

তিনি আরও বলেন , পুলিশ এমপি সবাই আমরা এক সাথে কাজ করার অঙ্গীকার নিয়ে যদি প্রতিজ্ঞা করি তাহলে নারায়ণগঞ্জ আরও অনেক দূর এগিয়ে যাবে ।

সব শেষে আমি স্মরণ করতে চাই আমাদের হারিয়ে যাওয়া কনস্টেবল ভাইদের ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মােহাম্মদ মােস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) টি , এম , মােশাররফ হােসেন , অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি ) মােঃ জাহেদ পারভেজ চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মােহাম্মদ  শফিউল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) সুবাস চন্দ্র সাহা , অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল ) মাে : মেহেদী ইমরান সিদ্দিকী , অতিরিক্ত পুলিশ সুপার ( ‘ বি ‘ সার্কেল ) শেখ বিল্লাল হােসেন , সহকারি পুলিশ সুপার ( ‘ সি ’ সার্কেল ) মােঃ মাহিন ফরাজী , সহকারী পুলিশ সুপার ( ট্রাফিক ) মােঃ সালেহ উদ্দিন আহম্মেদ , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম , সাধারণ সম্পাদক সালাম খােকন ও অন্যান্য সাংবাদিকসহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জ আ’ লীগের গর্বের দুর্গের দুর্বলতা স্পষ্ট

সার্বক্ষণিক পুলিশের পাশে থেকে সার্বিক সহায়তা করতে চাই : এমপি নজরুল ইসলাম বাবু 

আপডেট সময় : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   নারায়নগঞ্জে গতকাল সােমবার ( ১ মার্চ ) পুলিশ মেমােরিয়াল ডে ২০২১ – তে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্বরণে আলােচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে  বিশেষ অতিথি  হিসেবে  ছিলেন নারায়ণগঞ্জ -২(আড়াইহাজার)   আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথির বক্তব্যে  সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, আমরা সব সময় চাই পুলিশের সাথে থাকতে । নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে দেখেছি তার মধ্যে মানবতার একটা বিষেশ চিহ্ন আছে । এর আগে আমি একটি অনুষ্ঠানে এসেছিলাম সেখানে পুলিশ সুপার একটি কনস্টেবলের নামে লাইব্রেরী উদ্ভোদন করেছিলাে , এটা খুবই মহান একটি কাজ , জাতি গঠনে এটি একটি অনন্য উদাহরণ ।

কিছু কাজ সারা জীবন কাজে লাগে , কিছু কাজ সাময়িক সময়ের জন্য কাজে লাগে , আর কিছু কাজ শুধুই ঘৃণা দিয়ে যায় । আমরা চাই এই খারাপ কাজ গুলাে বাদ দিয়ে , জাতির পিতার আদর্শকে সূচিত করে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা সার্বক্ষণিক পুলিশের পাশে থাকবাে তাদের যেকোনাে কাজে হাত বাড়িয়ে দিবাে । আমার ক্ষমতার বাইরে গিয়েও পুলিশকে সার্বিক সহায়তা করতে চাই ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মােহাম্মদ জায়েদুল আলম পিপিএম ( বার ) । অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় নারায়ণগঞ্জ -১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গােলাম দস্তগীর গাজী ( বীরপ্রতীক ) কে । নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মােস্তাইন বিল্লাহ , জেলা সিভিল সার্জন ডা . মােহাম্মদ ইমতিয়াজ , পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান মাে . আনােয়ার হােসেন ।

অনুষ্ঠানে এমপি বাবু  বলেন , দীর্ঘদিন রাজপথে আন্দোলন , সংগ্রাম করেছি , অনেক পুলিশ আমাকে সহযােগিতা করেছে , হয়তাে পােষাকের কারনে বলতে পারে না অনেকে । আসলে আমি আনন্দ পাই এমপি হিসেবে ।কারণ আমি যখন দেখি আমাদের এসপি বঙ্গবন্ধু আদর্শকে লালন করে নিজের মেধা দিয়ে বিসিএস দিয়ে আজ এসপি হয়েছেন তখন বুক ভরে যায় । আসলে যে কমিটমেন্ট রক্ষা করতে পারবে সেই এই দেশকে রক্ষা করতে পারবে , দেশের মঙ্গল কামনা করতে পারে ।

তিনি আরও বলেন , পুলিশ এমপি সবাই আমরা এক সাথে কাজ করার অঙ্গীকার নিয়ে যদি প্রতিজ্ঞা করি তাহলে নারায়ণগঞ্জ আরও অনেক দূর এগিয়ে যাবে ।

সব শেষে আমি স্মরণ করতে চাই আমাদের হারিয়ে যাওয়া কনস্টেবল ভাইদের ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মােহাম্মদ মােস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) টি , এম , মােশাররফ হােসেন , অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি ) মােঃ জাহেদ পারভেজ চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মােহাম্মদ  শফিউল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) সুবাস চন্দ্র সাহা , অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল ) মাে : মেহেদী ইমরান সিদ্দিকী , অতিরিক্ত পুলিশ সুপার ( ‘ বি ‘ সার্কেল ) শেখ বিল্লাল হােসেন , সহকারি পুলিশ সুপার ( ‘ সি ’ সার্কেল ) মােঃ মাহিন ফরাজী , সহকারী পুলিশ সুপার ( ট্রাফিক ) মােঃ সালেহ উদ্দিন আহম্মেদ , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম , সাধারণ সম্পাদক সালাম খােকন ও অন্যান্য সাংবাদিকসহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।