সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় টুপির গোডাউনে আগুন। গতকাল সোমবার বেলা ১২’টায় আগুনের এ ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের ২’টি ইউনিট প্রায় ১’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মালিক পক্ষের দাবি প্রায় ৫/৬’লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন আফিসার মো. ওসমান গনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকার প্রবাসী কবির মিয়ার ৫’তলা বাড়ীর নিচ তলায় নুরুন নবী ও মাসুদের মালিকানাধীন জায়নামাজ, টুপি, আতর ও মোজার গোডাউন ছিল। গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে