নারায়ণগঞ্জ ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মা হলেন পাগলি : সন্তানের দায় কার ?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :মানুষরূপী অমানুষের লালসার শিকার হয়ে অবৈধ সন্তানের মা হলেন এক পাগলি। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় একটি বাস কাউন্টারের সামনে রাস্তার মধ্যে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শাবনুর নামে ওই পাগলি। প্রসব ব্যাথার যন্ত্রনায় অস্তির পাগলির পাশে দাঁড়িয়ে মা ও নবজাতককে ঠাঁই দেয় চকলেট বিক্রেতা নাসিমা আক্তার।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, প্রসব ব্যাথা উঠার পর পাগলি নিজেই খোলা আকাশের নিচে সন্তান প্রসব করেন। এদৃশ্য দেখে বাসে ফেরি করে চকলেট বিক্রেতা নাসিমা আক্তার তাকে নিয়ে যায় শিমরাইল মোড় মেথর পট্টিতে। গোসল করিয়ে মা ও মেয়েকে তুলে নেয় নিজের ঘরে।
নাসিমা জানায়, প্রায় দেড় মাস আগে স্থানীয়রা পাগলীকে ডাক্তার দেখিয়ে আলট্রাসনোগ্রাম করিয়ে জানতে পারেন সে অন্তঃসত্বা। গত দুই বছর ধরে ওই পাগলি শিমরাইল মোড়ে অবস্থান করছে। ফুটওয়াভার ব্রিজেই রাত কাটাত সে। খাবার খেত আশপাশের দোকান থেকে। কে এই সন্তানের পিতা তা বলতে পারছেনা পাগলি।
নাসিমা আরো জানায়, পিত্রি পরিচয় না থাকলেও সন্তানের প্রতি ভালবাসার কমতি নেই পাগলি শাবনুরের। জন্মের পর পরই সে সন্তানকে খোলে নিয়ে আদর করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে মা হলেন পাগলি : সন্তানের দায় কার ?

আপডেট সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :মানুষরূপী অমানুষের লালসার শিকার হয়ে অবৈধ সন্তানের মা হলেন এক পাগলি। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় একটি বাস কাউন্টারের সামনে রাস্তার মধ্যে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শাবনুর নামে ওই পাগলি। প্রসব ব্যাথার যন্ত্রনায় অস্তির পাগলির পাশে দাঁড়িয়ে মা ও নবজাতককে ঠাঁই দেয় চকলেট বিক্রেতা নাসিমা আক্তার।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, প্রসব ব্যাথা উঠার পর পাগলি নিজেই খোলা আকাশের নিচে সন্তান প্রসব করেন। এদৃশ্য দেখে বাসে ফেরি করে চকলেট বিক্রেতা নাসিমা আক্তার তাকে নিয়ে যায় শিমরাইল মোড় মেথর পট্টিতে। গোসল করিয়ে মা ও মেয়েকে তুলে নেয় নিজের ঘরে।
নাসিমা জানায়, প্রায় দেড় মাস আগে স্থানীয়রা পাগলীকে ডাক্তার দেখিয়ে আলট্রাসনোগ্রাম করিয়ে জানতে পারেন সে অন্তঃসত্বা। গত দুই বছর ধরে ওই পাগলি শিমরাইল মোড়ে অবস্থান করছে। ফুটওয়াভার ব্রিজেই রাত কাটাত সে। খাবার খেত আশপাশের দোকান থেকে। কে এই সন্তানের পিতা তা বলতে পারছেনা পাগলি।
নাসিমা আরো জানায়, পিত্রি পরিচয় না থাকলেও সন্তানের প্রতি ভালবাসার কমতি নেই পাগলি শাবনুরের। জন্মের পর পরই সে সন্তানকে খোলে নিয়ে আদর করছে।