সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একাধিক মামলার আসামি মো: জসিম (৩৫) নামে এক পেশাধার ছিনতাইকারীকে আটক করেছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে মিজমিজি টিসি রোড এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম একই থানার পাইনাদী নতুন মহল্লা এলাকার আবু সাঈদ এর ছেলে। তার কাছ থেকে তের ইঞ্জি লম্বা স্টেইনলেস স্টীলের তৈরি একটি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, কথিপয় দুষ্কৃতিকারি দেশিয় অস্ত্র নিয়ে দস্যুতা সংগঠিত করার জন্য টিসি রোড এলাকায় সমবেত হয়েছে, এমন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। দৌড়ে পালিয়ে যায় আরো তিন জন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আটক জসিমের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৯৩/৪১৩ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে পেশাধার ছিনতাইকারী আটক
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- ২৫৬ বার পড়া হয়েছে