সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৪) নামে একজন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় চাঁবাজির ২ হাজার ৬০০ টাকা।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সানারপাড় এলাকায় চলাচলরত প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে আভিযান চালিয়ে মোঃ তরিকুল ইসলামকে হাতে-নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।