সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকায় শহিদুল ইসলাম সরল ওরফে সরল ডাকাতের মাদক ব্যবসা ফের চাঙ্গা হয়ে উঠেছে। ডাকাতি, মাদ ও পুলিশের অস্ত্র ছিনতাইসহ একাধিক মামলার আসামি যুবদল কর্মী দুধর্ষ সন্ত্রাসী সরল ও তার বাহিনী বেপরোয়া হয়ে উঠায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। হাতের নাগালে মাদক পেয়ে যুবসমাজ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, নাসিক ৭ নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার মৃত ফজল হকের ছেলে সরল। এলাকায় সে সরল ডাকাত হিসেবে পরিচিত। এক সময়ের শীর্ষ সন্ত্রাসী মৃত গলাকাটা কাশেমের ভাগিনা এই সরলের বিরুদ্ধে ডাকাতি, মাদক, মারামারি, পুলিশের অস্ত্র ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে মাদক ও অস্ত্রসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেল হাজত বাস করে জামিনে বের হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে। সে একই এলাকার সোহান ও দুলালসহ ১৫/২০ জনের একটি সঙ্গবদ্ধ বাহিনী গড়ে তুলে। এই বাহিনী দীর্ষদিন ধরেই এলাকায় বীরদর্পে মাদক ব্যবসাসহ নানা আপরাধ মূলক কার্মকান্ড চালিয়ে যাচ্ছে। গত ১ বছর ধরে সরল ডাকাত আত্নগোপনে ছিল। সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবার মাদক ব্যবসা চাঙ্গা করে তুলেছে। তার মাদক ব্যবসার সেল্সম্যান হিসেবে কাজ করছে সোহান ও দুলাল। এলাকার কেহ প্রতিবাদ করলে নানা ভাবে অত্যাচার নির্যাতন ও হুমকি ধমকি দেয় সরল বাহিনী। ফলে সন্ত্রাসী সরলের ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস পায়না। তাই সরল ও তার বাহিনীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপার ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে সরলের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।