সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে চিহিৃত কয়েক ছিনতাইকারী কর্তৃক ব্যবসায়ী পুত্র সিমান্তর প্রায় ২’লাখ টাকা ছিনতাই, মারধর থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটে গত ২৭জুন শনিবার থানার মিজমিজি আল-আমিন নগর এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
অভিযোগে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা ও থানার বিনদপুর গ্রামের স্থায়ী বাসিন্ধা বর্তমানে মিজমিজি বাতানপাড়া এলাকায় বাসিন্ধা মোঃ জসিম উদ্দিনের ছেলে সিমান্ত। জসিম উদ্দিন পেশায় একজন চাউল ব্যবসায়ী। গত ২৭জুন শনিবার ব্যবসায়ী জসিম উদ্দিন তার ছেলে সিমান্তকে বাসা থেকে টাকা নিয়ে চিটাগাংরোড এলাকায় আসতে বলে। সিমান্ত ১’লাখ ৮১’হাজার টাকা নিয়ে বাবাকে দিতে রিস্কা যোগে সিদ্ধিরগঞ্জ পুল বাজার এলাকায় পৌছলে জসিম(৪০) পিতা অজ্ঞাত ও রাকিব(২০) পিতা খোকনসহ ৪’জন অজ্ঞাত নামা লোকজন সিএনজি অটোরিস্কা যোগে তার গতিরোধ করে। এ সময় গতিরোধকারীরা সিমান্তকে রিস্কা থেকে টেনে হিচরে সিএনজি অটোরিস্কাতে উঠায়। সে ডাক চিৎকার দিলে তার মুখ চেপে বেদম প্রহার করে। পরে মিজমিজি আল-আমিন নগর এলাকায় নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তার পকেটে থাকা ১’লাখ ৮১’হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে সিমান্ত জানায়। সিমান্ত প্রাথমিক চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিলে থানায় উপ পরিদর্শক ফয়সাল আলম ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি।##
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ২’লাখ টাকা ছিনতাইসহ মারধরের অভিযোগ
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- ১২৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ