সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক নাসিক কাউন্সিলর সিরাজ মন্ডল বাহিনীর সন্ত্রাসীদের হামলায় শিশির (৩২) নামে এক ব্যবসায়ীসহ তিন সহোদর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজারের পূর্ব পাশে বিহারী ক্যাম্পের গেট সংলগ্ন মেসার্স বিক্রমপুর ট্রেডার্সের সামনে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতরা হলো, শিশির (৩২), মঞ্জু (৩৭) ও শ্যামল। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিন সহোদরের মধ্যে শিশিরের অবস্থা আশঙ্কাজনক। তারা আদমজী সোনামিয়া বাজার এলাকার হাজী মঈনুদ্দিন মেম্বারের ছেলে।
গুরুতর রক্তাক্ত জখম হওয়া শিশিরের বড়ভাই মঞ্জু জানায়, সন্ধ্যায় আমরা তিনভাই দোকানে দোকানদারী করছিলাম। এসময় রাস্তা দিয়ে পলাশ, সোহেল, বাবু, জুয়েল ও মামুনসহ সিরাজ মন্ডলের কয়েকজন সহযোগী হেটে যাচ্ছিল। এরা প্রায় সময়ই আমার ভাই শিশিরকে নিয়ে কটুক্তি করে। তখন আমরা তিনভাই প্রতিবাদ করায় তারা চলে গিয়ে আরো ২০/২৫ জন সদস্য সহকারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের উপরে হামলা চালায়। এসময় আমার ভাই শিশিরের মাথায় গুরুত্বর রক্তাক্ত জখম হয়। আমাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আমরা স্থানীয় আলিফ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
তিনি আরো জানায়, একসময় আমার ভাই শিশির ওই যুবকদের সাথে চলতো। কিন্তু তারা খারাপ কর্মকান্ড করে বেড়ায় বিধায় সে তাদের সাথে চলাফেরা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং দোকানে ব্যবসা করে। আমার ভাই তাদের সাথে চলাফেরা না করার কারণে তারা তাকে দেখলেই আপত্তিকর মন্তব্য করে। এ নিয়ে আরেক বারও তারা আমার ভাইকে কুপিয়েছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানায়, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যদি কেউ অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ীসহ আহত-৩
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- ১৬০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ