সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সিদ্ধিরগঞ্জে জাতীয় পার্টি নেতাকর্মী ও গরীর দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য মহব্বত আলী তপু ওরফে বাবু। গত (২৩ মে) রাত সাড়ে ৭ টায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস.এম টাওয়ার তার নিজ অফিস কার্যালয়ে দ্বিতীয় ধাপে ৫ শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠা মরহুম এইচ এম এরশাদের অত্যন্ত আস্থাভাজন এক সময়ের জনপ্রিয় জাতীয় পার্টি নেতা হাজি মিছির আলীর কণিষ্ঠ ছেলে বাবু তার পিতার আশির্বাদ ও রাজনৈতিক আদর্শ বুকে লালন করে দক্ষ এবং নিরলস ভাবে দলীয় কাজ করছেন। দলটি যখন সিদ্ধিরগঞ্জে মাঝিহীন নৌকার মত গন্তব্যহীন ভাবে ছুটে চলছিল, তখন এই মহব্বত আলী তপু একজন দক্ষ মাঝি হিসেবে দলের হাল ধরেন। দীর্ষদিন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে নিজের দক্ষতা ফুটিয়ে তুলেন। ফলে স্থান পায় কেন্দ্রী কমিটিতে। দলীয় কাজ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকট কালে তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রহস্থ অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেন। প্রতিবছর ঈদে গরীব দুস্থদের মাঝে সেমাই চিনিসহ নানা ধরণের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। নাসিক ৪ নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার বাসিন্দা বাবু জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মহামারি করোনা দুর্যোগ কালে অসহায় মানুষের পাশে থাকার অনুরোধ জানান। ঈদসামগ্রী বিতরণ সময় স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টি নেতা বাবু
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- ১৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ