সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ৩’জন নিহত, আহত-৫। শুক্রবার (২২মে) ভোর সাড়ে ৪’টায় দ্রæতগামী একটি মাইক্রোবাস পিছন থেকে যাত্রীবাহী একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের নারায়ণগঞ্জ মর্গে প্রেরণসহ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় দ্রæতগামী একটি মাইক্রোবাস পিছন থেকে যাত্রীবাহী একটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। মাইক্রোবাসের ধাক্কায় পিকআপভ্যানটি বিদুৎ খুটির সাথে আছড়ে পড়ে। এত ৩’জন নিহত ও ৫’জন আহত হয়। নিহতদের নারায়ণগঞ্জ মর্গে প্রেরনসহ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পিকআপভ্যান ও মাইক্রোবাসটি জব্দকরে থানায় নিয়ে যায়। উভয় গাড়ীর চালক পালিয়ে যায়। নিহতরা হলেন- চাঁদপুরের জেলার মতলব উত্তর থানার উত্তর গাজীপুর এলাকার রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মাহাদীপুর এলাকার মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ি থানার বাইচাইল এলাকার বোরহান উদ্দিন (৬০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। সূত্র জানায়, পিকাপভ্যানের আহত ও নিহত যাত্রীরা কাঁচামাল কিনতে যাত্রবাড়ী যাচ্ছিল। সিদ্ধিরগঞ্জ থানায় উপ-পরিদর্শক মনির হোসেন জানান, ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি মাউক্রোবাসের সংঘর্ষে ৩’জন ঘটনাস্থলেই মারা যায় ও ৫’জন আহত হয়। ক্ষতিগ্রস্ত গাড়ী থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি(সার্বিক) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায় ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ######
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩’জন নিহত, আহত-৫
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- ১৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ