সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে গত শুক্রবারে জমি সংক্রন্ত বিরোধে জের ধরে মারা-মারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ৩’রা মে উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছে। মামলার সূত্রধরে এজহারনামীয় আসামী সাহাবুদ্দিন গ্রেফতার।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫’জন আহত হয়। নাসিক ১’নং ওয়ার্ড সিআই খোলা বৌ বাজার এলাকায় শুক্রবার (১’লা মে) সকাল ১০’টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সিআইখোলা বৌ বাজার এলাকার রেজাউল করিম গংদের সাথে একই এালাকার আয়নালের সাথে একটি জমি নিয়ে পূর্বে থেকে বিরোধ চলছিল। গত শুক্রবার(১’লা মে) সকালে বিরোধপূর্ণ ঐ জমিতে নির্মাণ কাজ করার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল করিমরা। খবর পেয়ে আয়নালগংরা কাজে বাধাঁ দিতে এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের প্রায় ১৫’জন আহত হয়। উক্ত ঘটনায় উভয় পক্ষ সিদ্ধিরগঞ্জ থানায় দু’টি মামলা দায়ের করে। একটি মামলার সুত্রধরে পুলিশ এজহারনামীয় আসামী সাহাবুদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এলাকাবাসী আরো জানায়, মহামারী করোনার সময় যখন মানুষ ঘর থেকে বাহির হচ্ছে না। সরকার ঘোষিত সকল নিয়ম ও সামাজিক দূরত্ব মেনে চলছে সেখানে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারি ঘটনা ঘটছে। এতে এলাকাবাসী তাজ্জব বনে যাচ্ছে। রোববার সহিদ মিয়ার স্ত্রী ফালানী বেগম বাদী হয়ে ১৬’জনকে এজহারনামীয় ও ৭/৮’জনকে অজ্ঞাত রেখে সিদ্ধিরগঞ্জ থানায় ১’নং মামলা দায়ের করে। ১’নং মামলাটি তদন্ত করবেন থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন। অপরদিকে রেজাউল করিমের স্ত্রী হালীমা বেগম তুলি বাদী হয়ে ১১’জনকে এজহারনামীয় ও ৩/৪’জনকে অজ্ঞাত রেখে সিদ্ধিরগঞ্জ থানায় ২’নং মামলা দায়ের করেন। ২’নং মামলাটি তদন্ত করবেন থানার উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি(সার্বিক) কামরুল ফারুক জানান, গত ১’লা মে পাইনাদী সিআই খেলা বৌ বাজার এলাকায় দু’পক্ষের মারামারির ঘটনায় দু’টি মামলা নেওয়া হয়েছে।####
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে মারামারির ঘটনায় থানায় দু’পক্ষের মামলায় আটক-১
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- ১৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস :