প্রেস বিজ্ঞপ্তি : প্রাইভেটকারে জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করে ভুয়া সংসদ সদস্য সেজে মাদক পাচার করার সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। গত (১০ জানুয়ারী) শুক্রবার বিকেলে র্যাব-১১’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার মাজার বাসস্ট্যান্ড শেখেরচর বাবুরহাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৮৭৩ বোতল ফেন্সিডিল ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এবং মাদক বহনকারি একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২০৭৫৯৭) জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলো, সংসদ সদস্য পরিচয়দানকারি বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার টেকানগর এলাকার মো: ওয়াসিম মিয়া (৩২) ও গাড়ি চালক ঠাকুরগাঁ জেলার সদর থানার জাহানপাড়া এলাকার মো: রুহুল আমিন (৩২)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল ও ইয়াবা বাংলাদেশে প্রবেশ করায় এবং প্রাইভেটকারে জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
গাড়িতে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে গ্রেপ্তার-২
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ